সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর লাঠিচার্জ

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল  শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর লাঠিচার্জ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

নব নির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের  মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সুনামগঞ্জ – সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দেবার চেষ্টা করলে, উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে ক্যাম্পাসে নিয়ে যায় সেনাবাহিনী।

২০শে এপ্রিল রোজ রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতি ছিল। এরআগে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে বেড়িকেড দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় পথচারী স্থানীয় লোকজনও ছাত্রদের পক্ষে কথা বলতে দেখা যায়।

বেলা ১১ টায় সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। এসময় দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। প্রায় দেড় ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেনাবাহিনী। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এই রিপোর্ট লেখার সময় বেলা ২ টা ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। শিক্ষার্থীরা অভিযোগ করে, সড়ক ছেড়ে আসার পরও ক্যাম্পাসের ভেতরে এসে তাদেরকে মারপিট করা হয়েছে।

ঘটনার পর সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা সন্ধা ৭ টায় সংবাদ সম্মেলন ডেকেছে। বিকাল ৪ টায় শিক্ষার্থীদেয় ন্যায্য দাবি মেনে নেবার দাবি জানিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করবে সুশাসনের জন্য নাগরিক।

এ সংক্রান্ত আরও সংবাদ