সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের শাটডাউন

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের শাটডাউন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ৯টায় মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

পরে ফটকের সামনে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় তারা তাদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনিদিষ্ট রোড ম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার বিচারের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনিদিষ্ট কালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

এর আগে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা প্রদানসহ হাসপাতাল চালুর দাবিতে রোববার সকালে দ্বিতীয় দিনের মতো সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এসময় সেনাবাহিনী এসে  অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় সেনাবাহিনী। সেনাবাহিনী লাঠিচার্জ করলে সড়ক থেকে সরে দাঁড়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গেল ১৫ এপ্রিল থেকে ক্লাস বর্জন করে মানববন্ধন, স্মারকলিপি ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ