কলকলিয়া বাজারে বিনামূল্যে চক্ষু শিবির আগামী ২৬শে এপ্রিল

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

কলকলিয়া বাজারে বিনামূল্যে  চক্ষু শিবির আগামী ২৬শে এপ্রিল

জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ

প্রবাসীদের আয়োজনে আগামী  ২৬শে এপ্রিল  কলকলিয়া বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাংগিয়ারগাঁও, ঘিপুড়া,বলবল ও কলকলিয়া গ্রামের প্রবাসীদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্বাবধানে আগামী ২৬শে এপ্রিল রোজ শনিবার সকাল ১০ টা থেকে এই উপজেলার কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান অর্থাৎ ছানী পড়া রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে চোখে অপারেশন হবে , বিনামূল্যে অপারেশন এর মাধ্যমে চোখে লেন্স লাগানো, বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হবে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের জাতীয় পরিচয়পত্র এবং একটি সচল মোবাইল নাম্বার আনতে হবে।  এই চিকিৎসা সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগ নাম্বার -07506527785( তারেক রহমান লন্ডন প্রবাসী), 07481898399(আসপাক উদ্দীন লন্ডন প্রবাসী), 01716627943 (মোঃ রাশিকুর রহমান), 01752550678(মোঃ হুমায়ূন কবির) ও -01718527953 (মোঃ জামাল হোসাইন)।

এ সংক্রান্ত আরও সংবাদ