সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরে স্থাপনের জন্য ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরে স্থাপনের জন্য ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন স্বোচ্ছার হোন এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরস্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের জন্য ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৩শে এপ্রিল রোজ  বুধবার বিকেল ৩টায় সুনামগঞ্জ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক এড. হুমায়ূন মঞ্জর চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মেহেদী হাসানের যৌথ সঞ্চালনায় এ সময় লিখিত ৬ দফা দাবি উপস্থাপন করে বক্তব্য পাঠ করেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মুনাজ্জির হোসেন সুজন।

এ সময় আরো বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম,এড. রবিউল লেইছ,সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,এড. মোঃ আব্দুল হক,এড.মাসুক আলম,বিজন সেন রায়,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার,এড. বজলুল রশিদ,জামালগঞ্জের আব্দুল হক,সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ¦ আনিসুল হক,দিরাইয়ের হুমায়ূন কবির,বিশ^ম্ভরপুর প্রেসক্রাবের সবাপতি বাবু স্বপন কুমার বর্মন ও ,শাল্লার আব্দুল আওয়াল প্রমুখ।

বক্তারা বলেন,বিগত ফ্যাসিসবাদের দোসর সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রত্যাহার করা,সিলেটের কৃতি সন্তানদের মধ্যে থেকে নতুন ভিসি নিয়োগসহ যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করা,ফ্যাসিবাদের সিন্ডিকেট বাতিল করে সুনামগঞ্জের শিক্ষাবিদ,শিক্ষানুরাগি ও সুধীজন থেকে সিন্ডিকেট সদস্য করা,ডিঙ্গি নৌকার আদলে উদ্ভট বিশ্ববিদ্যালয় লোগো বাতিল করে সুনামগঞ্জের ঐতিহ্য ও শিক্ষার তাৎপর্যপূর্ন নতুন লোগো করতে হবে এবং জেলার শান্তিগঞ্জে বিগত ফ্যাসিবাদের দোসর আওয়ামীলীগের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বাসভবণ থেকে অস্থায়ী ছাত্রী নিবাস সরিয়ে জেলা শহরে করাসহ ৬ দফা দাবি তুলে ধরেন।

এ সংক্রান্ত আরও সংবাদ