সুনামগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

সুনামগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ

বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন, কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসীবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪শে এপ্রিল রোজ শুক্রবার বাদ জুম্মা হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ—সভাপতি শায়খ মাওলানা আব্দুল ওয়াহ্হাব এর সভাপতিত্বে ও সহ প্রচার সম্পাদক হাফিজ মাওলানা ত্বাহা হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
চারদফা প্রস্তাবনা পেশ করেন জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক আহমদি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হেফাজতের সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, হেফাজত নেতা মাওলানা কামরুজ্জামান হাকিমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, প্রবাসী হেফাজত নেতা মাওলানা আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, তেঘরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী নুর আহমদ হাদি, বড়পাড়া নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোস্তফা কামাল, নদীর পাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, সহ অর্থ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক, হাছননগর মাদ্রাসার প্রতিনিধি মাওলানা জামাল উদ্দিন ক্বাসেমী পলাশী, মাদানিয়া মাদ্রাসার প্রতিনিধি মাওলানা রিয়াজ উদ্দিন, আমবাড়ী মাদ্রাসার প্রতিনিধি মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা রমজান হোসাইন, মাওলানা মোহাম্মদ আলী খান, মাওলানা নুরুল ইমান, মাওলানা এহসান রেজা মুহিবী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব রহমত উল্লাহ, জনাব শিব্বির আহমদ, জনাব হুমায়ুন আহমদ প্রমুখ।
চারদফা প্রস্তাবনায় জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক আহমদি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা সহ সকল গণহত্যার বিচার করতে হবে। ফিলিস্তিনে এবং ভারতে গণহত্যা এবং নিপীড়ন বন্ধ করতে হবে।
প্রধান অতিথি বক্তব্যে মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশ, ওলি—আউলিয়ার দেশ। আলেম— ওলামার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা নিয়ে কুচক্রী মহল তথাকথিত নারী সংস্কারের নামে মুসলমান নারীদের ইজ্জত হরণের যে চেষ্টা করেছে, তা বাতিলের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে নির্যাতিত—নিপীড়িত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে এই অমানবিক নির্যাতন, নিপীড়ন, হত্যা বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে ভূমিকা রাখতে হবে। শাপলা চত্ত্বরের ট্রাজেডি পৃথিবীর মানুষ দেখেছে। মোদী বিরোধী আন্দোলনে আমার ভাই শহিদ হয়েছে, অনেককে কারাবরণ করতে হয়েছে, মামলা হয়েছে। অনতিবিলম্বে এসব মামলা প্রত্যাহার করতে হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ