প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের নলুয়ার হাওর ও মইয়ার হাওর এবং খলায় ধান শুকানো পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওর এর ধান কর্তন এবং খলায় ধান শুকানো ২৫শে এপ্রিল রোজ শুক্রবার পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। পরিদর্শনকালে তিনি কৃষক, জমির মালিক ধানকাটার শ্রমিক ও হারভেস্টার চালকদের সাথে কোশল বিনিময় করার পাশা-পাশি হাওরের ধান কর্তন সহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। এবং পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ ও কৃষক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এ ব্যপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ এর দেওয়া ফেইসবুক স্ট্যাটাস এর মাধ্যম থেকে আরো জানাযায়, নলুয়ার হাওর ও মাইয়ার হাওরে প্রায় ৯০% ধান কাটা সম্পন্ন হয়েছে। সর্বত্র ধান মাড়াই রোদে শুকানোর কাজ চলছে। কৃষকের মুখে হাসি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী এক সপ্তাহে সম্পূর্ণ ধান কৃষকের ঘরে উঠে যাবে ইনশাআল্লাহ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest