জামালগঞ্জে ৪০কেজি গাঁজা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

জামালগঞ্জে ৪০কেজি গাঁজা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুটি বসতঘরে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় পাশের ঘরের মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান পালিয়ে যায়।

শনিবার (২৬ এপ্রিল ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার এসআই শামীম কবির, এসআই  মাসুদ রানা এবং এএসআই  মো. গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে হাফিজুর রহমান ও অঞ্জনার পিত্রালয়ের দুটি বসতঘরে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নারী অঞ্জনা (২০) রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত অঞ্জনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ