জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতির  বিরুদ্ধে বালু সিন্ডিকেট প্রধান আকমলের অপপ্রচার, ফোরামের নিন্দা

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতির  বিরুদ্ধে বালু সিন্ডিকেট প্রধান আকমলের অপপ্রচার, ফোরামের নিন্দা

জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ুন কবির এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের  মৃত সাজিদ উল্ল্যা পীর সাহেবের ছেলে পৌর যুবদল নেতা জগন্নাথপুর উপজেলা অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের প্রধান আকমল হোসেন কর্তৃক তার নীজ নামীয় Akmol Hussain  ফেসবুক  আইডি থেকে গত শনিবার (২৬ এপ্রিল) উদ্যেশ্য প্রনোদিত ভাবে  জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ুন কবির এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। আকমল হোসাইন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতার হাত ধরে অবৈধ বালু উত্তোলন ব্যবসায় জড়িয়ে পড়ে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর  অবৈধ বালু সিন্ডিকেটের একক কর্তৃত্ব আসে তার হাতে। বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে তিনি অবৈধ বালু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। এনিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পুনরায় বালু সিন্ডিকেট সক্রিয় হতে সাংবাদিকদের কলম বন্ধ করতে সংবাদ কর্মীর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহবান জানিয়েছে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের  নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কার্যকরী কমিটির সিনিয়র সহ সভাপতি দৈনিক প্রতিদিনের সাংবাদের প্রতিনিধি শাহ এস এম ফরিদ, সহ সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি হুমায়ুন কবির ফরিদী, সাধারন সম্পাদক দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি গোলাম সারোয়ার, সহ সাধারন সম্পাদক দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি বিপ্নব দেবনাথ, অর্থ সম্পাদক দৈনিক সিলেট বানীর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দপ্তর সম্পাদক দৈনিক বিজয়ের কন্ঠের প্রতিনিধি ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. আল আমীন, কার্যকরী সদস্য দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক ঢাকার প্রতিনিধি মুকিম উদ্দিন, দৈনিক এশিয়ার বানীর প্রতিনিধি দুলন মিয়া, সাধারন সদস্য দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি মিজানুর রহমান মিজান, আজকের স্বদেশ এর প্রতিনিধি জাবির আহমদ চৌধুরী, আকমল হোসেন, নিজাম উদ্দিন, দৈনিক আজকের বাংলা জগন্নাথপুর প্রতিনিধি ফারুক আহমেদ, দেশ প্রতিদিন পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো: মঈন উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ