প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ এবার ভ্যাকসিন গ্রহীতাকে সুরক্ষা ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে এবং বাংলা একাডেমির ওয়েবসাইটে রাখা ভ্যাকসিন সংক্রান্ত নির্ধারিত ফরম আগামীকাল রাত ১১টার মধ্যে পূরণ করতে হবে।
বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান জানান, করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। বইমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রকাশনীর প্রকাশক, স্টলের স্বত্তাধিকারী ও কর্তব্যরত ব্যক্তি এবং মেলার অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যারা এখনো কোভিড-১৯ ভ্যাকসিনের কোনো ডোজ গ্রহণ করেননি তাদেরকে অগ্রাধিকারভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সচিব বলেন, এছাড়া বইমেলা সংশ্লিষ্ট সকলকে (যারা ভ্যাকসিন গ্রহণ করেননি) ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনে বাংলা একাডেমির মেডিক্যাল অফিসারের সাথে যোগাযোগ করার কথা উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে অমর একুশে বইমেলা-২০২২ সংশ্লিষ্ট সকলকে অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ে চিঠি দেয়া হয়েছে।
‘আমরা চাচ্ছি সবাই ভ্যাকসিনেটেড থাকুক। সবাইকে সময় দিচ্ছি, বিশেষ সুবিধা দিচ্ছি এক্ষেত্রে। বাংলা একাডেমি সংশ্লিষ্ট বেশিরভাগ ব্যক্তিদের ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে, কমপক্ষে সবাইকে কোভিড-১৯-এর প্রথম ডোজের টিকা নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
জলছবি প্রকাশনের স্বত্বাধিকারী নাসির আহমেদ কাবুল বলেন, এবারের বইমেলা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১৫ ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে। যারা বইমেলায় স্টল নেবেন তাদেরকে বাংলা একাডেমির নির্ধারিত ফরম পূরণ করে রেজিষ্ট্রেশন করতে হবে। আমরাও চাই সঠিক ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে পাঠক সমাগমে এবারের বইমেলা পূর্ণতা পাক।
সূত্র : বাসস
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest