প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ আঞ্চলিক উত্তেজনার মধ্যেই তাইওয়ানের সাথে ১০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এটিকে চীনের ওপর বাড়তি চাপ সৃষ্টির একটি মাধ্যম হিসেবে মনে করা হচ্ছে।
ইউএস ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই অঞ্চলে আর্থিক ও রাজনৈতিক স্থায়িত্ব ও ভারসাম্যের স্বার্থে তাইওয়ানের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের উন্নতি ঘটানো হবে।
বিবৃতিতে বলা হয়েছে, এই পুরো কাজটাই করা হবে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে। আমেরিকা তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে চায়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এক মাসের মধ্যেই চুক্তিটি কার্যকর হবে।
তাইওয়ানের দাবি, চীন সমানে উসকানিমূলক কাজ করছে ও সামরিক শক্তি বাড়াচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমেরিকার সাথে তাইওয়ানের প্রতিরক্ষা সমঝোতা খুবই জরুরি।
যুক্তরাষ্ট্র এমনিতে ‘ওয়ান চায়না’ নীতির সমর্থক এবং তারা তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে। কিন্তু একইসাথে তারা জানিয়েছে, তাইওয়ান যাতে নিজেকে রক্ষা করতে পারে, সেজন্য আমেরিকা দায়বদ্ধ।
তাইওয়ানের অভিযোগ, চীনের যুদ্ধবিমান সমানে তাদের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়ছে। গত ২৩ জানুয়ারিও চীনের ৩৯টি যুদ্ধবিমান তাদের এয়ার ডিফেন্স জোনে ঢুকেছিল।
সূত্র : ডয়চে ভেলে, এপি, রয়টার্স
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest