মুকেশ আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার সবথেকে বড় ধনী এখন গৌতম আদানি

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২

মুকেশ আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার সবথেকে বড় ধনী এখন গৌতম আদানি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ ভারতের মুকেশ আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার সবথেকে বড় ধনী এখন দেশটির আরেক ধনকুবের গৌতম আদানি। বিশ্বের সবথেকে ধনী মানুষদের নিয়ে ব্লুমবার্গের সর্বশেষ তালিকায় তাই বলছে। ৫৯ বছর বয়স্ক গৌতম ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা। তার ব্যবসা ছড়িয়ে আছে বন্দর থেকে মহাকাশ কিংবা তাপ শক্তি থেকে কয়লা পর্যন্ত।

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক রিপোর্টে জানানো হয়েছে, গৌতম আদানির বর্তমান সম্পদের পরিমাণ ৮৮.৫ বিলিয়ন ডলার। বিশ্বের অন্য বিলিয়নিয়রদের মতো আদানিও এই মহামারিতে টাকার পাহাড় গড়েছেন। মহামারির প্রথমে তার সম্পদ ছিল ৪০ বিলিয়ন ডলার বা এখনকার অর্ধেকেরও কম। এক বছরের মধ্যেই তিনি ভারতের আরেক ধককুবের মুকেশ আম্বানিকে পেছনে ফেলেছেন।

বর্তমানে আদানি বিশ্বের ধনীদের তালিকায় ১০ নম্বরে রয়েছেন।
মহামারির মধ্যে ভারতের স্টক মার্কেটে দারুণ পার্ফরমেন্স দেখিয়েছে আদানি গ্রুপ। ২০২০ সালের জুন মাসের পর থেকে মুম্বইয়ের জাতীয় স্টক একচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১০০০%-এরও বেশি।

এ সংক্রান্ত আরও সংবাদ