শোয়ার ঘরের চেয়ারে পড়ে ছিল নারীর লাশ, দুই বছর পর উদ্ধার

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

শোয়ার ঘরের চেয়ারে পড়ে ছিল নারীর লাশ, দুই বছর পর উদ্ধার

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ মৃত্যুর প্রায় দুই বছর পরে ইতালির নিজ বাড়ি থেকে ৭০ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া গেছে। মেরিনেলা বেরেতা নামের ওই নারী লম্বার্ডির লেক কোমোর কাছের একটি বাড়িতে একা থাকতেন। খবর সিএনএনের।

মেরিনেলার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ফরেনসিক টিমের সদস্যরা বলেছেন, শরীরের ক্ষয়ের মাত্রা পরীক্ষা করে মনে হচ্ছে ২০১৯ সালের শেষ দিকে তাঁর মৃত্যু হতে পারে। এই ঘটনা জানাজানি হওয়ার পরও মেরিনেলার কোনো আত্মীয়র খোঁজ মেলেনি। তাঁর পরিবারের কোনো সদস্য আদৌ জীবিত আছে কিনা সেটি তদন্ত করছে পুলিশ।

ফ্রান্সেসকা মানফ্রেদি বলেছেন, আপাতত মেরিনেলার মরদেহ মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাঁর শেষকৃত্যের তারিখ ঠিক হয়নি।

তবে দিনক্ষণ ঠিক হলে মেরিনেলার শেষকৃত্যে যোগ দিতে শহরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় মেয়র মারিও ল্যান্ডরিসিনা। তিনি ইতালির সংবাদমাধ্যকে বলেছেন, স্থানীয় সরকার মেরিনেলার শেষকৃত্যের ব্যবস্থা করবে।

মেরিনেলার এমন নিঃসঙ্গ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতালির পরিবার বিষয়ক মন্ত্রী এলেনা বোনেতি। একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মারিনেলা বেরেটার এমন ঘটনা আমাদের বিবেককে আঘাত করে। তিনি আরও লিখেছেন, একে অপরের যত্ন নেওয়ার বিষয়টি আমরা পরিবার ও প্রাতিষ্ঠানিকভাবে শিখে থাকি। তাছাড়া এটি একজন নাগরিকের দায়িত্ব। কাউকে এভাবে একা রাখা উচিত নয়।

এ সংক্রান্ত আরও সংবাদ