প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২২
স্টাফ রিপোর্টারঃ জগন্নাথপুরে ট্রাক্টর এর চাপায় সিএনজি চালক শুভ(২৫) ও আমির(৫০) নামক দুই জন নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ যাওয়ার পথে আজ ২ রা জানুয়ারী রোজ রবিবার সকাল প্রায় ৮ ঘটিকার সময় সুনামগঞ্জ – ঢাকা আঞ্চলিক মহাসড়ক এর পার্শ্ববর্তী আলীগঞ্জ বাজার এলাকায় পৌছা মাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি গাড়ীকে চাপা দেয়। এতে ট্রাক্টর এর নীচে চাপা পড়ে নবীগঞ্জ উপজেলার আউসকান্দি ইউনিয়ন এর উমরপুর গ্রাম নিবাসী সিএনজি চালক শুভ মিয়া(২৫) ও জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর এরালিয়া গ্রাম নিবাসী সিএনজি যাত্রী আমির হোসেন দুর্ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ী দুটি আটক করা হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest