প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ অর্থ চুরির অভিযোগে নিউইয়র্কের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি করা ক্রিপ্টোকারেন্সি তহবিলে ৪৫০ কোটি ডলার পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা একে ‘অধিদপ্তরের এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক জব্দ’ বলে অভিহিত করেছেন। তারা সেই তহবিলের মধ্যে ৩৬০ কোটি ডলার বাজেয়াপ্ত করেছে৷
অভিযুক্তরা হলেন ইলিয়া লিচটেনস্টাইন (৩৪) এবং তার স্ত্রী হিদার মরগান (৩১)। ২০১৬ সালে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিটফাইনেক্সের একটি বিশাল হ্যাক করে নেওয়া অর্থ পাচারের চেষ্টা করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০১৬ সালের ঘটনায় সাত কোটি ১০ লাখ ডলারের বিটকয়েন চুরি করেছিল হ্যাকাররা৷ হ্যাক করে অর্থ লোপাট ও তা পাচারের চেষ্টার অভিযোগে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে৷
কর্তৃপক্ষ মনে করছে, ২০১৬ সালে বিটফিনেক্স ভার্চুয়েল মুদ্রায় যে বিপুল পরিমান অর্থ লোপাট করা হয়েছিল, মঙ্গলবার জব্দ করা অর্থের তার সঙ্গে সম্পর্ক রয়েছে৷ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, ম্যানহাটানে গ্রেপ্তার হওয়া দম্প্ততির বিরুদ্ধে চুরি করা অর্থ অতি উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাচার এবং সেই অর্থ লেনদেন গোপন করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে৷
২০১৬ সালের সেই ঘটনায় সাত কোটি ১০ লাখ ডলার মূল্যমানের বিটকয়েন চুরি করেছিল হ্যাকাররা৷ সেই অর্থের ‘মূল্য’ বেড়ে এখন ৪৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে৷ সূত্র: সিএনএন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest