প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২
ডেস্ক রিপোর্টঃ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে লোকেশ রায় (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে রবিবার (২ জানুয়ারি) দুপুরে লাশের ময়নাতদন্ত শেষ হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
পুলিশ জানায়, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। নিহত লোকেশ রায়ের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তার কোমরের নিচে ও যৌনাঙ্গে গুলির আঘাতটি ছিলো গুরুতর।
কোম্পানিগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, যতোটুকু জেনেছি ভারতীয় খাসিয়াদের গুলিতে লোকেশ রায়ের মৃত্যু হয়েছে। নিহত লোকেশ রায় কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে।
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি‘র সহযোগিতায় কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশে সাদা পাথর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে শৈলেন চন্দ্র নামের আরেক বাংলাদেশি যুবক ভারতীয়দের ছোড়া ছররা গুলিতে আহত হন। তিনিও একই গ্রামের বাসিন্দা। শৈলেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে শৈলেন ও লোকেশ কালাইরাগ সাদা পাথর সীমান্তে ভারতের অংশে চলে গিয়েছিলেন। পরে ওই এলাকার ভারতীয় নাগরিকেরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এ সময় শৈলেনের গায়ে কয়েকটি ছররা গুলি লাগার পর আহত অবস্থায় তিনি চলে এলেও লোকেশ রায় বাড়ি ফেরেননি। পরে কালাইরাগ ১২৫১ নম্বর পিলারের পাশে লোকেশের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পায় কোম্পানিগঞ্জ থানা-পুলিশ ও বিজিবির সহায়তায় গুলিবিদ্ধ লাশ পিলারের প্রায় ১০ গজ অভ্যন্তরে বাংলাদেশের ভূমি থেকে উদ্ধার করা হয়। সুত্রঃ ইত্তেফাক
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest