সুনামগঞ্জে নির্বাচনের পর সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধসহ আহত চার

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

সুনামগঞ্জে নির্বাচনের পর সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধসহ আহত চার
  • ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্থানীয় এক বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ মোট চারজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভোটে পরাজিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহম্মদ চৌধুরী ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুফি মিয়া চৌধুরীর সমর্থকরা এ সংঘর্ষে জড়ায়।

গুলিবিদ্ধ আহতরা হলেন- আহম্মদ চৌধুরীর পক্ষের আমিনুর চৌধুরী (২৬) ও আল আমিন চৌধুরী (৩৮) এবং অন্য আহতরা হলেন- সুফি মিয়া চৌধুরী (৫৫) ও তার ছেলে ইদু মিয়া চৌধুরী (৩০)। সুফি মিয়া ও ইদু মিয়া স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত ২৬ ডিসেম্বর দিরাইয়ে চতুর্থ ধাপের নির্বাচন শেষ হয়েছে। তাড়ল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহম্মদ চৌধুরী নৌকা প্রতীকে নিয়ে পরাজিত হয়েছেন। তার গ্রামের বাসিন্দা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুফি মিয়া চৌধুরী ও তার লোকজন আওয়ামী লীগ প্রার্থীর বিরোধীতা করেন। শনিবার (১ জানুয়ারি) দুপুরে এ নিয়ে দিরাই বাজারের হাইস্কুল রোডে আহম্মদ চৌধুরীর ছোট ভাই সুজন মিয়ার সঙ্গে সুফি মিয়ার হাতাহাতির ঘটনা ঘটে।

পরে রাতে সুফি মিয়া আহমদ চৌধুরীকে প্রধান আসামি করে দিরাই থানায় অভিযোগ দায়ের করেন। এর জেরে রবিবার দুপুরে আওয়ামী লীগ নেতা আহম্মদ চৌধুরীর লোকজন ও বিএনপি নেতা সুফি মিয়া চৌধুরীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সুত্রঃ একাত্তর.টিভি

এ সংক্রান্ত আরও সংবাদ