ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে এর মধ্যেই সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সে ধারাবাহিকতায় এবার যুদ্ধবিমান পাঠানো হলো। পোল্যান্ডের সঙ্গে সংহতি প্রদর্শন করতে শিগগিরই দেশটিতে সফরে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে শক্তিশালী করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সেগুলো দেশটির লাস্ক শহরের একটি বিমানঘাঁটিতে অবতরণ করে। খবর রয়টার্সের।
ইউক্রেনের সীমান্তে রাশিয়া ইতিমধ্যে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে। এমন পরিস্থিতিতে ইউরোপজুড়ে এখন যুদ্ধের দামামা বাজছে। ইউক্রেন সীমান্তে মস্কোর সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে ন্যাটোও পূর্ব ইউরোপের দেশগুলোতে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা রুখতেই এ আয়োজন বলে জানান দিয়েছে যুক্তরাষ্ট্র ও দেশটির ন্যাটো মিত্ররা।
ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে এর মধ্যেই সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সে ধারাবাহিকতায় এবার যুদ্ধবিমান পাঠানো হলো। পোল্যান্ডের সঙ্গে সংহতি প্রদর্শন করতে শিগগিরই দেশটিতে সফরে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest