ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। এরই মধ্যে পুড়ে গেছে শতাধিক স্থাপনা। প্রচণ্ড বাতাসের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।বৃহস্পতিবার বিকালে পুড়ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় লাগুনা বিচ শহর। আগুন ছড়িয়ে পড়েছে সমুদ্রতীরবর্তী আশপাশের অঞ্চলগুলোয়ও। খবব- ইউএসএ টুডে।

প্রতিবেদনে বলা হয়, এতে একশত ৫০ একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যাওয়াসহ অন্তত কয়েকশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনা এড়াতে এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল বাহিনীর সদস্যরা। তবে কালো ধোঁয়া ও বাতাসের তীব্র গতিবেগের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন তারা।

ফায়ার সার্ভিস বলছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে তারা। আগুন অনেকটা ছড়িয়েছে। তবে নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। বাসিন্দাদের যাতে জানমালের ক্ষতি না হয়, সেদিকে নজর রয়েছে তাদের।