প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২
ডেস্ক রিপোর্টঃ নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপে বিএনপি অংশ নিলে, সেটা পজিটিভ হবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, অনেকে বলেন টক্সিক সিচুয়েশন, এই টক্সিক সিচুয়েশন উনারা যদি মনে করেন, তাহলে উনাদের এই টক্সিক সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। সংলাপে গেলে আমর মনে হয়, সেটা পজিটিভ হবে।
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
ইসি গঠনে রাষ্ট্রপতির চলমান সংলাপে বড় রাজনৈতিক দল বিএনপির না যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমি বিএনপির উদ্দেশ্যে এই কথাই বলতে চাই যে, দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে, দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। সেটা যদি না করেন, সেটা উনাদের সিদ্ধান্ত।
ইসি গঠন নিয়ে আইন করার দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে আইন করার সুযোগ নেই। আইন হবে না- এই কথা তো আমি বলিনি। আমি বলেছি, এই আইনটা হবে।
তিনি বলেন, শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো এটা সার্বজনীন আইন হল না। সেক্ষেত্রে আমি মনে করি, এটা আইন হবে। কিন্তু এই যে কমিশনার নিয়োগ, সেটা সংলাপের উপর নির্ভর করবে। দেখা যাক কী হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest