“শতক দেওয়ান বাড়ি প্রবাসী কল‍্যান ট্রাষ্ট”- এর উদ্যোগে ও “আল-খাদেম ফাউন্ডেশন ইউএসএ”- এর সৌজন্যে- কম্বল ও ঢেউটিন বিতরন এবং নির্মানকৃত ২টি ঘরের চাবি হস্তান্তর

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

“শতক দেওয়ান বাড়ি প্রবাসী কল‍্যান ট্রাষ্ট”- এর উদ্যোগে ও “আল-খাদেম ফাউন্ডেশন ইউএসএ”- এর সৌজন্যে- কম্বল ও ঢেউটিন বিতরন এবং নির্মানকৃত ২টি ঘরের চাবি হস্তান্তর

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ “শতক দেওয়ান বাড়ি প্রবাসী কল‍্যান ট্রাষ্ট”- এর উদ্যোগে ও “আল-খাদেম ফাউন্ডেশন ইউএসএ”- এর সৌজন্যে, অদ্য ৫ই ফেব্রুয়ারী-২০২২ইং শনিবার হবিগঞ্জ জেলার অন্তরগত নবীগঞ্জ উপজেলার দিনারপুর শতক দেওয়ান বাড়িতে, অত্র এলাকার দুস্ত, অসহায়দের মধ‍্যে ২টি নির্মিত ঘরের চাবি হস্তান্তর, ৭টি পরিবারকে ঢেউটিন ও প্রায় ৩ শত কম্বল বিতরন করা হয়।
দেওয়ান আজরফ চৌধুরীর সভাপতিত্বে এবং দেওয়ান সামিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহতি অনুষ্টানের শুরুতে (ভার্চুয়ালি) পবিত্র কোরান পাক থেকে তেলাওয়াত করেন “আল-খাদেম ফাউন্ডেশন ইউএসএ”- এর সত্বাধিকারী যুক্তরাষ্ট্র প্রবাসী দেওয়ান রাহমী সাহেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব‍্যে রাখেন ১১ নং গজনাই পুর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান জনাব ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান মামনুল ইকবাল চৌধুরী।
আলোচনায় আরোও বক্তব্য রাখেন: সাত মৌজার বিশিষ্ট মুরুব্বি শফিউল আলম বজলু, আব্দুস সালাম, ইউপির প‍্যনেল চ‍েয়ারম‍্যান- ইকবাল আহমদ ছালিক, শাহ গোলাম ইজদানী শামীম (সাবেক মেম্বার), দিলোয়ার আলী (সাবেক মেম্বার), দেওয়ান মুনাকিব চৌধুরী, দেওয়ান সাইফুল আলম চৌধুরী, দেওয়ান আব্দুল কাদির চৌধুরী ও সুদূর আমেরিকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ গ্রহণ করেন, “শতক দেওয়ান বাড়ী প্রবাসী কল্যান ট্রাষ্ট”- এর প্রধান উদ্যোগক্তা দেওয়ান শাহেদ চৌধুরী এবং অন্যতম উদ্যোগতা দেওয়ান আকমল চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন:- দেওয়ান আব্দুল করিম চৌধুরী (ছালিক), কানাডা থেকে ভার্চুয়ালি অংশগ্রহন করেছেন সংগঠনের অন্যতম উদ্যোগতা – দেওয়ান সাদেক চৌধুরী, দেওয়ান মনওয়ার চৌধুরী, দেওয়ান এনামুল চৌধুরী, নূরেমান চৌধুরী, সাজিদুর রহমান সাজন, হাজী ইনুস মিয়া (দুলু মেম্বার), দেওয়ান জামিল চৌধুরী, দেওয়ান শাহিন চৌধুরী ও আব্দুর রসিদ মিয়া প্রমূখ।
দেওয়ান এহসান চৌধুরী ও দেওয়ান তফাজ্জুল চৌধুরীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পূর্ণ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ