তিনি বলেছেন,বাংলাদেশ এখন তথাকথিত তলাবিহীন ঝুড়ি নয়।বাংলাদেশ এখন ব্যবসায়িক দিক থেকে আকর্ষণীয়। বাংলাদেশে বিরাজমান ব্যবসাবান্ধব পরিবেশের সুযোগ গ্রহণ এবং দেশের অর্জনগুলো বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের প্রায় ৩০০ ব্যবসায়ী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল এ সভার আয়োজন করে।বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান এতে সভাপতিত্ব করেন।
উল্লিখিত সভার পাশাপাশি দুবাইয়ে অর্থনৈতিক ও পাবলিক ডিপ্লোম্যাসি বাস্তবায়নে অনাবাসীদের ভূমিকা সম্পর্কে একটি সেমিনার এবং সিআইপি অভ্যর্থনা কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।অনুষ্ঠানে গত বছর পুরস্কৃত ২৬ জন নতুন সিআইপির হাতে ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী