প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ ৫হাজার ভিসা ইস্যু করতে রোমানিয়ার একটি কনস্যুলার টিম ঢাকা আসছে। মার্চ থেকে ঢাকায় ৩ মাসের অস্থায়ী কনস্যুলেট খুলে তারা এ সেবা প্রদান করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমনকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তা মতে, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম ঢাকায় পাঠাচ্ছে। তারা মোট ৫০০০ ভিসা ইস্যু করতে আসছে। যার মধ্যে ৩৪০০ ঝুলে থাকা (প্যান্ডিং) ভিসার আবেদন রয়েছে।
ঢাকা জানায়, বিশ্বের কোথাও রোমানিয়ার এমন কনস্যুলার মিশন পাঠানোর সিদ্ধান্ত এটাই প্রথম। ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ ও রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঢাকায় মিশন পাঠিয়ে অস্থায়ী কনস্যুলার সেবা প্রদানের আলোচনা হয়।
সেই আলোচনার ধারাবাহিকতায় এখন রোমানিয়া সরকার ৩ মাসের অস্থায়ী কনস্যুলেট খোলার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিলো।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest