ইউক্রেন ইস্যু : পুতিনকে আজ ফোন করবেন বাইডেন

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

ইউক্রেন ইস্যু : পুতিনকে আজ ফোন করবেন বাইডেন

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ যেকোনো সময় বোমা ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনে আক্রমণ চালাতে পারে রাশিয়া এমনটি বলছে যুক্তরাষ্ট্র সরকার। এর মধ্যেই আজ ১২ ফেব্রুয়ারি (শনিবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ সময় স্থানীয় রাত ১০টায় এই ফোন করার কথা রয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই নেতার এ ফোনালাপকে চলমান ইউক্রেন সংকটের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আখ্যায়িত করছেন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা।

ইউক্রেন সীমান্ত অঞ্চলে সেনা ও সমরাস্ত্রের মজুদ বাড়িয়েছে রাশিয়া। গত ডিসেম্বরের শেষের দিকে সেখানে লাখখানেক সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও বাড়ানো হয়েছে।

ক্রেমলিনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইউক্রেন সীমান্তে সেনা বাড়ানোর পর এই প্রথম পুতিন ও বাইডেনে মধ্যে ফোনালাপ হতে যাচ্ছে।

ভ্লাদিমির পুতিন অবশ্য এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ পশ্চিমা বেশ কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু, তাতে কোনো ফল মেলেনি। বরং উল্টো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের কথা বলে পশ্চিমা দেশগুলো ‘বৃহৎ পর্যায়ে ভুয়া তথ্য ছড়িয়ে’ প্রচারণা চালাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ