প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ১২৬তম অধিবেশনে বিভিন্ন দেশ থেকে করা গুমের ১৭টি অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়েছে। এসব দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ ও সৌদি আরবও।
সুইজারল্যান্ডের জেনেভায় ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে ওয়ার্কিং গ্রুপের বিশেষজ্ঞরা গুম হওয়া ব্যক্তিদের স্বজন, বিভিন্ন বেসরকারি সংস্থা, রাষ্ট্রীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
এর আগের অধিবেশন শেষে ওয়ার্কিং গ্রুপ গুম বিষয়ক তাদের প্রতিবেদন হালনাগাদ করে জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং সদস্যদেশগুলোর কাছে পাঠিয়েছিল।
অধিবেশন চলার সময় ওয়ার্কিং গ্রুপ ১৭টি গুমের অভিযোগ খতিয়ে দেখেছে। ওয়ার্কিং গ্রুপ ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে জরুরি পদক্ষেপমূলক প্রক্রিয়ার আওতায় এসব অভিযোগের প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দেশকে জানিয়েছিল।
এসব দেশের মধ্যে বাংলাদেশ ও সৌদি আরব ছাড়াও রয়েছে আজারবাইজান, মিসর, কেনিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, রাশিয়ান ফেডারেশন।
ওয়ার্কিং গ্রুপ ওই অধিবেশনে গুমের আরও ৭২৭টি অভিযোগ নিয়ে পর্যালোচনা করেছে। এসব অভিযোগের তালিকায়ও বাংলাদেশের নাম রয়েছে। এই তালিকার অন্য দেশগুলো হলো আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, চীন, কলম্বিয়া, উত্তর কোরিয়া, ইকুয়েডর, মিসর, এল সালভাদর, ইন্দোনেশিয়া, ইরান, লাটভিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, রুয়ান্ডা, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest