প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
কুলেন্দ শেখর দাস বিশেষ প্রতিনিধিঃ
গাড়ি চলে না চলে না রে গাড়ি চলেনা,কেন পিরিতি শিখাইলে রে বন্ধু ছেড়ে যাইবা যদি,কোন মেস্তোরী নাও বানাইল কেমন দেখা যায়,ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নায় এমন অসংখ্য কালজয়ী গানের রচয়িতা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৫ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে ঘরোয়া পরিবেশে।
মঙ্গলবার সকাল থেকে বাউলের নিজ গ্রাম উজান ধল গ্রামের নিজ বাড়িতে শাহ আব্দুল করিম পরিষদের আয়োজনে তার জন্ম বার্ষিকীকে ঘিরে চলছে আলোচনা সভা ও বাউল গানের আসর। শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি বাউল পূত্র শাহ নুর জালালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,বাউল রমেশ ঠাকুর,বাউল আব্দুর রহমান ও বাউল ফয়সল সহ অনেক গুনী শিল্পীবৃন্দ।
উল্লেখ্য ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারী আজকের দিনে তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদী ঘেষে উজান ধন গ্রামে জন্মগ্রহন করেন। তার জন্মদিনকে ঘিরে করোনা ভাইরাসের কারণে বাউলের গ্রামের বাড়িতে অত্যন্ত ঘরোয়া পরিবেশে তার অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি জন্মদিন পালিত হচ্ছে। তার পিতা ইব্রাহিম আলী ও মাতা নাইওরজান বিবি। দারিদ্র জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল সম্রাট শাহ আব্দুল করিম তিনি ছোটবেলা থেকেই সঙ্গীত সাধনার মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন। শৈশব থেকেই একতাঁরা ছিল তার নিত্যসঙ্গী। তিনি ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার জীবদ্দশায় শাহ আব্দুল করিম ১৬ শ”র বেশী গান লিখেছেন এবং সুর দিয়েছেন বলে জানান,আব্দুল করিম পূত্র বাউল শাহ নুর জালাল।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest