প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
নিউইয়র্ক ডেস্কঃ নিউইয়র্কে যথোপযুক্ত স্থানে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের বিষয়ে স্থানীয় কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর সহযোগিতা চেয়েছেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নবনিযুক্ত কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।
কনস্যুলেট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৪ ফেব্রুয়ারি) কনসাল জেনারেল এবং কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর মধ্যে ভার্চুয়াল মাধ্যমে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
কনসাল জেনারেল কংগ্রেসওম্যান মেং-কে আসন্ন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান এবং ভাষা আন্দোলনে ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা করে নিউইয়র্কে যথোপযুক্ত স্থানে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করেন। কংগ্রেসওম্যান এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিশন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানসহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ দিবস ও কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কংগ্রেসওম্যানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কনসাল জেনারেল। এবছরটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর হওয়ায় তা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. মনিরুল ইসলাম দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রসমূহ আরও গভীরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কংগ্রেসওম্যানের নির্বাচনি এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন কনসাল জেনারেল। তিনি এসময় কমিউনিটির কল্যাণে আগামী দিনগুলিতে একসঙ্গে অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে কংগ্রেসওম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest