প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ইউএস বাংলা বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ নিউইয়র্ক সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মেয়র এরিক এডামস যে পরিকল্পনা ঘোষণা করেছেন তার উল্লেখযোগ্য দিক ছিল ২০১৯ সালে পাশ হওয়া নিউইয়র্ক ষ্টেট বেইল রিফর্ম (জামিন প্রক্রিয়ার সংস্কার) বিধির পুনরায় সংশোধন। মেয়র এডামসের মতে অভিযুক্ত অপরাধীদের গ্রেফতারের পরপরই সহজ পন্থায় জামিন প্রদানের কারণে ছাড়া পেয়ে পুনরায় অপরাধপ্রবণতায় লিপ্ত হতে কোন বাধা থাকেনা। গত দুই বছরে এভাবে অনেক অভিযুক্ত অপরাধী জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমুলক কর্মকান্ডে জড়িত হয়ে একদিকে গ্রেফতার হচ্ছেন আর অল্প সময় পরে ছাড়াও পেয়ে যাচ্ছেন। এভাবে অপরাধ দমন খুবই কঠিন। নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার বিল ব্রাটন মেয়র এরিক এডামসের অবস্থানকে সমর্থন করলেও গভর্ণর হোকুল কিন্তুু মেয়র এডামসের প্রস্তাব সমর্থনে নারাজ। গভর্ণর হোকুল মনে করেন, বেইল রিফর্ম (জামিন প্রক্রিয়ার সংস্কার) বিধি আপাতত যেভাবে আছে সেভাবেই থাকুক। রাজনীতিবিদ এবং সংশ্লিষ্টরা চাইলে ভবিষ্যতে এ নিয়ে আলোচনা হতে পারে তবে এখুনি নয়। ফলে মেয়র এডামস বড় ধরনের একটি ধাক্কা খেলেন।
গত সপ্তাহে খুন হওয়া নিউইয়র্ক সিটির দুই জন পুলিশ অফিসারের একজন জেসন রিভেরার স্ত্রী গত শুক্রবার (২৮ জানুয়ারী) তাঁর স্বামীর শেষকৃত্য অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ম্যানহাটান বরোর ডিষ্ট্রিক্ট এটর্ণী আলভিন ব্রাগ সম্প্রতি অভিযুক্ত অপরাধীদের প্রতি নমনীয় মনোভাব প্রদর্শনের যে বিতর্কিত এবং বহুলভাবে সমালোচিত সিদ্ধান্ত দিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে নিউইয়র্ক সিটির অবস্থা এখন ভাল নয়। আগামী গভর্ণর পদে নির্বাচন করার মোহে গভর্ণর হোকুলের অবস্থানকে অনেকে রাজনৈতিক সুবিধা হাসিলের কৌশল হিসেবে মনে করছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest