প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পশ্চিম বাংলাবাজার এর ব্যবসায়ী মোহাম্মদ আলী বিগত ৩০ শে ডিসেম্বর বিকালে উপজেলার লক্ষীপুর গ্রাম নিবাসী জসিম উদ্দিন এর কাছে দোকানের বকেয়া পাওনা ২ হাজার ৫০০ টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করেন জসিম উদ্দিন। একপর্যায়ে উভয় এর মধ্যে কথাকাটাকাটি হয়। এনিয়ে জসিম উদ্দিন তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আলী, সালেক মিয়া,ফয়সাল মিয়া ও নওশাদ মিয়ার উপর হামলা করেন। হামলায় মোহাম্মদ আলী ও সালেক মিয়াসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তমধ্যে মোহাম্মদ আলী ও সালেক মিয়া আশঙ্কাজনক অবস্থায় আছেন। এই ঘটনায় ২ রা জানুয়ারী দুপুরে মোহাম্মদ আলীর চাচা ওমর আলী বাদী হয়ে ৬ জনকে আসামী করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে দোয়ারাবাজার থানা পুলিশ এ দিন বিশেষ অভিযান চালিয়ে মামলার আসামি লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল মনাফ ওরফে মধুর ছেলে জয়নাল আবেদীন ওরফে গেদা মিয়া (৫৫), তার ছেলে আমির উদ্দিন (৩০) ও নাজিম উদ্দিন (২৪) করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় তিনজনকে গ্রেফতার করে আজ ৩ রা জানুয়ারী সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest