যুক্তরাষ্ট্রে মেয়র প্রার্থীকে গুলি

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

যুক্তরাষ্ট্রে মেয়র প্রার্থীকে গুলি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে একজন স্থানীয় রাজনীতিকের কার্যালয়ে ঢুকে তাঁকে গুলির ঘটনা ঘটেছে। তবে প্রাণে বেঁচে গেছেন তিনি। গুলিতে কেউ হতাহত হননি। স্থানীয় সময় গতকাল সোমবার আনুমানিক সকাল ১০টায় এ ঘটনা ঘটে।কেনটাকিরলুইভিল শহরের ডেমোক্রেটিক মেয়র প্রার্থী ক্রেইগ গ্রিনবার্গকে গুলি করে হত্যার চেষ্টাকারী ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি।ঘটনারপর ক্রেইগ গ্রিনবার্গ এক টুইট বার্তায়বলেছেন, তাঁর দলের লোকজন নিরাপদে আছেন এবং তিনি যথাসময়ে এ বিষয়ে হালনাগাদ তথ্য গুলো জানাবেন।

হত্যাচেষ্টার কোনো উদ্দেশ্য এখনো চিহ্নিত করতে পারেনি লুইভিল পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে ক্রেইগ গ্রিনবার্গের কার্যালয়ে ঢুকেই এক ব্যক্তি তাঁকেগুলি করেন। তবে গুলি গিয়ে লাগে তাঁর পরিধেয় পোশাকে। গুলিতে কেউ আহত হননি।

গুলির ঘটনার পরই সেখানে হাজির হয় লুইভিল পুলিশ।গ্রিনবার্গসহ আরও অনেককে অক্ষত অবস্থায় ভবনটি থেকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায় পুলিশকে লুইভিলপুলিশের প্রধান এরিকা শিল্ডস সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনেবলেন, ‘আজ আমরা নিজেদেরঅনেক সৌভাগ্যবান মনে করছি।’একমেয়র প্রার্থীকে গুলির ঘটনা সম্পর্কে জানতে বিবিসির পক্ষ থেকে মন্তব্য চেয়ে অনুরোধ করা হলেও পুলিশ কিংবা গ্রিনবার্গের কার্যালয় থেকে সাড়া পাওয়া যায়নি।লুইভিলের স্থানীয় নগর পরিষদের প্রেসিডেন্ট ডেভিড জেমস সেখানকার গণমাধ্যমকে বলেছেন, ক্রেইগ গ্রিনবার্গকে হত্যার উদ্দেশ্যেই তাঁকে গুলি করা হয়েছিল।