প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে দলীয় মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্ত্রী রোকসানা কাদেরসহ ১০ জনের নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
রাষ্ট্রপতি সঙ্গে সংলাপেও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রোকসানা কাদেরের নাম প্রস্তাব করেছিল দলটি।
সার্চ কমিটিতে দেওয়া নামের তালিকা প্রকাশ করেনি জাপা। তবে দলটির দায়িত্বশীল নেতাদের সূত্রে তালিকা পেয়েছে সমকাল। তালিকার প্রথম নামটিই রোকসানা কাদেরের।
এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইদুর রহমান খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্তি সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, মেজর জেনারেল (অ.) আবু নাসের মো. ইলিয়াস, অবসরপ্রাপ্ত জেলা জজ মো. আবদুল মজিদ, সাবেক অতিরিক্ত সচিব মো. ইউসুফ, অবসরপ্রাপ্ত জেলা জজ শামসুন নাহার বেগম এবং সাবেক সচিব মিখাইল শিপারের নাম।
তালিকার বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সমকালকে জানান, তার দল ১০ জনের তালিকা দিয়েছেন। তাতে কার কার নাম রয়েছে, তা প্রকাশ করা হবে না। নাম প্রকাশ হলে বিতর্ক হতে পারে। আওয়ামী লীগসহ অন্যান্যও দল প্রকাশ করেনি।
সমকালের কাছে যে তালিকা রয়েছে তার সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটি অ্যাগ্রিও করবো না, ডিজঅ্যাগ্রিও করবো না।’
জাপা নেতারা নাম প্রকাশ করে মন্তব্য না কলেও একজন প্রেসিডিয়াম সদস্য সমকালের হাতে আসা তালিকারা সত্যতা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনার হতে চান কিনা- এ বিষয়ে রোকসানা কাদেরের বক্তব্য জানতে পারেনি সমকাল।
১৯৮২ সালে মুজিবুল হক চুন্নুর সঙ্গে বিয়ে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা কাদেরের। বিচারকের চাকরি ছেড়ে এরশাদ শাসনামলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৬ সালের নির্বাচনে এমপি হয়ে উপমন্ত্রী হন চুন্নু। জাপার তালিকায় তার সাবেক দুই সহকর্মী বিচারকের নাম রয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest