নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে আপাতত বাধা নেই, তবে…

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে আপাতত বাধা নেই, তবে…

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠান নিয়ে নতুন কোনো জট না বাধলে আপাতত আর কোনো প্রতিবন্ধকতা নেই। নির্বাচনের নিষেধাজ্ঞা চেয়ে করা দ্বিতীয় মোশনও ১৪ ফেব্রুয়ারি খারিজ হয়ে গেছে। এর আগে গত ২৫ জানুয়ারি মঙ্গলবার আদালত ক্রস মোশনে সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে সোসাইটির নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নেন।
বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ও নয়ন-আলী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী ঠিকানাকে জানান, মামলার কারণে বাংলাদেশ সোসাইটির সকল কার্যক্রম থমকে গেছে। এতে শুধু বাংলাদেশ সোসাইটি নয়, পুরো বাংলাদেশি
কমিউনিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জানান, আদালত নির্বাচনের ওপর যে স্থগিতাদেশ দিয়েছিল তা প্রত্যাহার করেছে। বাদী পুনরায় মোশন করেছিলেন। সেটাও বাতিল হয়েছে। অতএব, এখন আর নির্বাচন করতে বাধা নেই।
মোহাম্মদ আলী জানান, নির্বাচন আয়োজনে নির্বাচনে কমিশনের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করেছি। আশা করছি, খুব শিগগির নির্বাচন কমিশন নির্বাচনের পুনঃতফসিল দেবে। মামলার বাদী নীরু এস নীরা জানিয়েছেন, দ্বিতীয় মোশন খারিজ হওয়ার ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে নির্বাচনের প্রতিবন্ধকতা দূর হলেও আর্থিক সঙ্কটে পড়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে নির্বাচন আয়োজন করতে প্রয়োজন হবে লক্ষাধিক ডলার। কিন্তু মামলা নিষ্পত্তি না করে লক্ষাধিক ডলারের ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না অনেকেই। বিশেষ করে যারা সোসাইটির নীতি-নির্ধারক, তারা চান না কোনো প্রকার শঙ্কা মাথায় নিয়ে নির্বাচন হোক।
নির্বাচন কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, এই মুহূর্তে নির্বাচন করতে কোনো বাধা নেই। কিন্তু আবার যদি নিষেধাজ্ঞা আসে তাহলে অস্তিত্বের সংকটে পড়বে বাংলাদেশ সোসাইটি। উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ সোসাইটির নির্বাচন হবার কথা ছিল। তখন নিষেধাজ্ঞার কারণে তিন বছর পিছিয়ে যায় নির্বাচন। সর্বশেষ ২০২১ সালের ১৪ নভেম্বর নির্বাচনের সকল প্রস্তুতির মাত্র দুদিন দিন আগে আদালতের নির্দেশে তা আবারো স্থগিত হয়ে যায়। ২ দফা নির্বাচনের আয়োজনে ইতিমধ্যে সোসাইটির প্রায় ২ লাখ ডলার খরচ হয়েছে। বর্তমানে সোসাইটির তহবিল শূন্য হবার পথে।

এ সংক্রান্ত আরও সংবাদ