প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সময় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। আজ রোববার সকাল ১১টায় শহরের মধ্য চাঁদকাঠি এলাকায় দলের জেলা কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ‘সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। পুলিশ গিয়ে দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে সম্মেলনস্থল জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এতে পণ্ড হয়ে যায় সম্মেলন।’
পরে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা ভাঙচুর হওয়া কার্যালয়ে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পুলিশ নেতাকর্মীদের কার্যালয় থেকে বের করে দেয় বলেও অভিযোগ করেন বিএনপির নেতারা।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘সদর উপজেলা বিএনপির নেতাদের সম্মেলন করার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। এর পরও তারা কার্যালয়ে এলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কারা কার্যালয় ভাঙচুর করেছে, তা পুলিশের জানা নেই।’
ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, ‘যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মার্তৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হতে পারে।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন বলেন, ‘যুবলীগ ও ছাত্রলীগের ছেলেরা এসেছিল। তারা বিএনপির অফিস ভাঙচুর করেছে। আমাদের নেতাদের পিটিয়ে বের করে দিয়েছে। পুলিশের সহায়তায় তারা মিছিল করে জয়বাংলা স্লোগান দিয়ে এসে এখানে হামলা চালিয়েছে।’
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest