প্রকাশিত: ৫:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ভারত ও পাকিস্তানের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই লক্ষ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার সঙ্গে টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর প্রকাশ করেছে আলজাজিরা ও এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিনের সফরে রাশিয়া গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নিতে পছন্দ করবো। এর মাধ্যমে বিরোধ মেটানো গেলে তা উপমহাদেশের ১.৭ বিলিয়ন মানুষের জন্য উপকার বয়ে আনবে।’
তবে এই বিষয়ে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
৭৫ বছর আগের স্বাধীনতা পাওয়ার পর থেকেই বিরোধ লেগে আছে পরমাণু অস্ত্রধারী প্রতিবেশি দেশ দুটির মধ্যে। এখন পর্যন্ত তারা ৩ বার যুদ্ধে জড়িয়েছে। সাম্প্রতিক কালে কাশ্মির নিয়েও তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest