মোদিকে টিভি বিতর্কে আহ্বান ইমরানের

প্রকাশিত: ৫:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

মোদিকে টিভি বিতর্কে আহ্বান ইমরানের

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ 

ভারত ও পাকিস্তানের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই লক্ষ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার সঙ্গে টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর প্রকাশ করেছে আলজাজিরা ও এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিনের সফরে রাশিয়া গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নিতে পছন্দ করবো। এর মাধ্যমে বিরোধ মেটানো গেলে তা উপমহাদেশের ১.৭ বিলিয়ন মানুষের জন্য উপকার বয়ে আনবে।’

তবে এই বিষয়ে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

৭৫ বছর আগের স্বাধীনতা পাওয়ার পর থেকেই বিরোধ লেগে আছে পরমাণু অস্ত্রধারী প্রতিবেশি দেশ দুটির মধ্যে। এখন পর্যন্ত তারা ৩ বার যুদ্ধে জড়িয়েছে। সাম্প্রতিক কালে কাশ্মির নিয়েও তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ