প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ইউক্রেনে মস্কোর আগ্রাসন প্রশ্নে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে রাশিয়া। এ ছাড়া চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত থাকে।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো রাশিয়াকে একঘরে করার জন্য এ প্রস্তাব এনেছিল। প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদে যাবে।
রাশিয়ার ভেটোর পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, নিরাপত্তা পরিষদের দায়িত্বহীন সদস্যের বেপরোয়া, দায়িত্বহীন হামলা সত্ত্বেও ইউক্রেনের পাশে আমরা ঐক্যবদ্ধ।
রাশিয়া ছাড়া যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও ব্রিটেনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া প্রস্তাবটি সমর্থন না করা দেশগুলোকে ধন্যবাদ দিয়ে বলেছেন, এটি রুশবিরোধী।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে অবিলম্বে ইউক্রেনে হামলা বন্ধ, দেশটি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest