‘প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটারশূন্য নির্বাচন’ প্রেসক্লাবে বিএনপির মানববন্ধনে নেতাকর্মীদের ভিড়

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

‘প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটারশূন্য নির্বাচন’ প্রেসক্লাবে বিএনপির মানববন্ধনে নেতাকর্মীদের ভিড়

২০১৪ সালের ৫ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচনকে ভোটারশূন্য নির্বাচনের দিন আখ্যা দিয়ে বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শুরু হয়।

সকাল ১০টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও ঢাকার বিভিন্ন এলাকা থেকে সকাল সাড়ে ৮টা থেকে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেসক্লাব এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়৷

সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে। ফলে এ পথে যাতায়াত করা অফিসগামী ও সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে, বিএনপির আজকের এ মানববন্ধনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজকের মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ এনটিভি অনলাইনকে বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ। ১৫৪ জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, যা বিশ্বের কাছে বাংলাদেশের সম্মান শুধু নষ্ট করেনি, দেশের ইতিহাসে কালিমা লেপন করেছে৷ আমাদের দল বিএনপি জনগণের ইচ্ছা ও চাওয়াকে সম্মান দিয়ে ৫ জানুয়ারির ভোট প্রত্যাখ্যান করেছে। আজ আমরা এখানে দাঁড়িয়েছি ৫ জানুয়ারির ভোটারশূন্য নির্বাচনের নামে গণতন্ত্রকে হত্যার প্রতিবাদ জানাতে।’

ছাত্রদলের এই নেতা বলেন, ‘আমরা সরকারকে বলে দিতে চাই, সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে। আর কোনো টালবাহানা না করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা নিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। না হলে এ দেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। বারবার জোর করে ক্ষমতায় থাকায় চেষ্টা সফল হবে না।’সুত্রঃএনটিভি

এ সংক্রান্ত আরও সংবাদ