ইউক্রেনকে ৬০ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

ইউক্রেনকে ৬০ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ 

যুদ্ধকবলিত ইউক্রেনকে ৬০ কোটি মার্কিন ডলার পর্যন্ত অস্ত্র সহায়তা দিতে এক আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার ১৪৬ কোটি টাকার বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও ইউক্রেন সংকটে ব্যয়ের জন্য মার্কিন কংগ্রেসের কাছে ৬৪০ কোটি ডলার চেয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে ২৯০ কোটি ডলার নিরাপত্তা ও মানবিক সহায়তা খাতে ব্যয়ের জন্য এবং ৩৫০ কোটি ডলার প্রতিরক্ষা বিভাগে ব্যয়ের জন্য চাওয়া হয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে দেওয়া প্রেসিডেন্টের আদেশে ইউক্রেনকে ২৫ কোটি ডলারের সরাসরি সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়। তা ছাড়া মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনে সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ বাবদ ৩৫ কোটি ডলারের সহায়তা দেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ