প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ইউক্রেনে যে পরিকল্পনা নিয়ে রাশিয়া এসেছিল সে মোতাবেক তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আর এ কারণে সেনা কমান্ডাররা ক্ষুদ্ধ হচ্ছেন। এমনটি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা।
কমান্ডাররা ক্ষুদ্ধ হওয়ার পাশাপাশি হতাশায়ও পড়ছেন। কারণ ধীরে ধীরে তাদের জ্বালানি ও খাবার ফুরিয়ে আসছে।
গণমাধ্যম রয়টার্সকে যুক্তরাষ্ট্রের ওই সামরিক কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে মস্কো তাদের সেনাদের জ্বালানি দিয়ে পাঠায়নি। আর এ কারণে কমান্ডারদের তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায় জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রাশিয়ার সৈন্যরা একটি ট্যাংক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওই সময় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ইউক্রেনের একজন সাধারণ নাগরিক।
গাড়ির ক্যামেরায় ধরা পড়ে বিষয়টি। যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন তিনি রুশ সেনাদের সঙ্গে কথা বলেন। তাদের জিজ্ঞেস করেন এখানে ট্যাংক নিয়ে দাঁড়িয়ে আছে কেন। জবাবে সৈন্যরা জানায় জ্বালানি আসার অপেক্ষায় আছে তারা।
সূত্র: বিবিসি
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest