প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিকে। বুধবার এ আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি গ্রহণ করেন।
বিএনপির দপ্তর সূত্র জানায়, সংলাপে অংশগ্রহণের জন্য আগামী ১২ জানুয়ারি বিকেল ৪টায় বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে ইতোমধ্যে সংলাপকে ‘অর্থহীন’ দাবি করে এতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, গত দুই বারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২০ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন। এখন পর্যন্ত ২৭টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest