রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে আমন্ত্রণ

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে আমন্ত্রণ

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিকে। বুধবার এ আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি গ্রহণ করেন।

বিএনপির দপ্তর সূত্র জানায়, সংলাপে অংশগ্রহণের জন্য আগামী ১২ জানুয়ারি বিকেল ৪টায় বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ইতোমধ্যে সংলাপকে ‘অর্থহীন’ দাবি করে এতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, গত দুই বারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২০ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন। এখন পর্যন্ত ২৭টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো  হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ