প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম পাঁচ দিনে রাশিয়ার ৫৭১০ জনের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক কর্মকর্তারা এই দাবি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও পোস্টে সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, নিহত হওয়া ছাড়াও এখন পর্যন্ত দুই শতাধিক রাশিয়ান সেনাকে বন্দি করেছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় বিবিসি অনলাইন।
এ ছাড়া ইউক্রেন কর্তৃপক্ষ রাশিয়ার ১৯৮টি ট্যাংক, ২৯টি বিমান, ৮৪৬টি সাঁজোয়া যান এবং ২৯টি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে। তবে বিবিসি স্বতন্ত্রভাবে এসব দাবির ব্যাপারে যাচাই করতে পারেনি। কিন্তু যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা, ইউক্রেনে আক্রমণ চলাকালীন মস্কোর সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
এর আগে শনিবার মস্কো কর্তৃপক্ষ স্বীকার করেছিল, তাদের বাহিনীর হতাহতের শিকার হয়েছে। যদিও এর আগের দিন শুক্রবার রুশ কর্তৃপক্ষ দাবি করেছিল, তাদের কোনো সেনা নিহত হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest