প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেলব্রিজে টিকটক ভিডিও বানাতে এসে ট্রেনে কাটা পড়ে আলহাজ্ব হোসেন (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত আলহাজ্ব হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসে। টিকা নেওয়ার পর কয়েকজন বন্ধু-বান্ধব মিলে কালিকাপুর রেলব্রিজে ঘুরতে যায়। পরে বন্ধুদের সাথে টিকটক মেতে ওঠে। এ সময় হঠাৎ রাজবাড়ীগামী একটি ট্রেন এসে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রেলের উপর থেকে লাশটি নিচে নামিয়ে রাখে।
এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest