টিকটক বানাতে’ গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

টিকটক বানাতে’ গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ 

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেলব্রিজে টিকটক ভিডিও বানাতে এসে ট্রেনে কাটা পড়ে আলহাজ্ব হোসেন (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত যুবক পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত আলহাজ্ব হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসে। টিকা নেওয়ার পর কয়েকজন বন্ধু-বান্ধব মিলে কালিকাপুর রেলব্রিজে ঘুরতে যায়। পরে বন্ধুদের সাথে টিকটক মেতে ওঠে। এ সময় হঠাৎ রাজবাড়ীগামী একটি ট্রেন এসে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রেলের উপর থেকে লাশটি নিচে নামিয়ে রাখে।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ