প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবৈধ রাজনৈতিক শক্তি সবসময় আতঙ্কে থাকে। এই কারণে জনগণের পদশব্দে তারা আতঙ্কিত হয়। জনগণের সোচ্চার কণ্ঠেও তারা আতঙ্কিত হয়। আতঙ্কের কারণেই সরকার আজকে রাষ্ট্রশক্তি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের চেতনায় সাজিয়ে হায়েনার মতো তারা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে লেলিয়ে দিয়ে সেখান থেকে রক্ত ঝরাচ্ছে।
দেশের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও আজ বুধবার বিএনপির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সরকার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকেও তাদের চেতনার রঙে রাঙিয়েছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন আদালত সব জায়গায় তারা নিজেদের লোক বসিয়ে সব কিছুকে করায়ত্ব করে গোটা জাতিকে তারা উপনিবেশ বানিয়েছে। আজকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন, যারা গণতন্ত্র, নাগরিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে; এ দেশের গণতন্ত্রকামী ভিন্নমতের মানুষদেরকে নির্দয়ভাবে দমন করছে, আজকে বিএনপির দেশব্যাপী কর্মসূচিতে ঠিক একই কায়দায় সরকার তাদের সন্ত্রাসী বাহিনী এবং তাদের চেতনায় লালিত পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে।’
রিজভী আরও বলেন, ‘এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো তাদের অত্যন্ত সুপরিকল্পিত। আজকে ঢাকা জেলা থেকে শুরু করে মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠিসহ এখনও আমরা বিভিন্ন জেলায় পুলিশি তাণ্ডব, সরকারি বাহিনীর তাণ্ডব, তারা যে বিএনপির সমাবেশকে পণ্ড করতে বিভিন্ন ধরনের যে অপকৌশল নিয়েছে; সেই বীভৎস নারকীয় সন্ত্রাসের কাহিনী আমরা শুনতে পাচ্ছি।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির সমাবেশকে পণ্ড করার জন্য পুলিশ বাহিনী সরকারের কাছ থেকে পুরস্কার নিয়ে তাণ্ডব চালাচ্ছে। সেই কারণেই তারা রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে এই সব নারকীয় কাজগুলো করছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সাভারে ঢাকা আরিচা মহাসড়কে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক লাঠিচার্জ করে। এতে ১৫ জন নেতাকর্মী আহত হন। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও আমরা শুনতে পাচ্ছি। এ ছাড়াও পটুয়াখালীতে শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest