তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তা হবে ‘পারমাণবিক ও ধ্বংসাত্মক’, রাশিয়ার হুঁশিয়ারি

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তা হবে ‘পারমাণবিক ও ধ্বংসাত্মক’, রাশিয়ার হুঁশিয়ারি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং সেটি হবে ধ্বংসাত্মক।’

তিনি বলেছেন, কিয়েভ পারমাণবিক অস্ত্রধারী হয়ে উঠলে তা রাশিয়াকে ‘প্রকৃত বিপদের’ সম্মুখীন করবে। যে কারণে গত সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু হয়েছে। খবর ডেইলি মেইলের।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগেও আশঙ্কা প্রকাশ করেছেন যে পশ্চিমা শক্তির সমর্থন নিয়ে ইউক্রেন পরমাণু অস্ত্র হাত করার চেষ্টা করবে।

মঙ্গলবার জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ভিডিওর মাধ্যমে দেয়া এক ভাষণে লাভরভ একথা বলেন। তবে এই অভিযোগের স্বপক্ষে রুশ পররাষ্ট্রমন্ত্রী কোন প্রমাণ দেখাতে পারেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ