প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে আলোচনার জন্য শুক্রবার (৪ মার্চ) ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছেন ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। ন্যাটো জোটের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
কূটনৈতিক উপায়ে ইউক্রেন সঙ্কট সমাধানের জন্যই ন্যাটোর পক্ষ এই থেকে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়, ইউক্রেন ন্যাটো জোটভুক্ত নয়। তাই ইউক্রেনে রুশ হামলার জবাবে সামরিক পদক্ষেপ না নেয়ার ব্যাপারে এখনও অটল ন্যাটো। এছাড়া রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন কার্যকরে কিয়েভের দাবিও প্রত্যাখ্যান করেছে ন্যাটো।
এর আগে মঙ্গলবার (১ মার্চ) ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইউক্রেন সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছেন। এদিন এস্তোনিয়া ও বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এস্তোনিয়ার এক সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ন্যাটো মহাসচিব।
পরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মহাসচিব রাশিয়াকে সামরিক অভিযান বন্ধ এবং ইউক্রেন থেকে সবসেনা সরিয়ে নিয়ে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান।
তিনি বলেন, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রেক্ষিতে ৩০টি জায়গায় ১০০টি ন্যাটো বিমান উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বাল্টিক থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ১২০টি যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। তবে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জাড়াবে না ন্যাটো।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest