প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
হুমায়ূনকবীরফরীদি## জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ১৫ টি ঘর এর নির্মাণ কাজ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তৃতীয় পর্যায়ে উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোকামপাড়া গ্রাম এলাকায় জমি ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ ৫০ টি ঘর এর মধ্যে ১৫ ঘর এর নির্মাণ কাজ ৬ ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাসিম, মোঃ ছমির আলী, সার্বেয়ার মুহিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিস এর তহশিলদার নাজমুল হুদা খান ও মোঃ সিরাজ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম বলেন, ইতিমধ্যে এই উপজেলায় দুই ধাপে ১শত ১০ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর উপকারভোগী পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে আরও ৫০ টি ঘর পাওয়া গেছে। তমধ্যে মোকামপাড়ায় ১৫ টি ঘর এর নির্মাণ কাজ শুরু হয়েছে। বাকি ঘর গুলোর নির্মাণ কাজ অচিরেই শুরু হবে।চাহিদা অনুযায়ী আরও ৫০ টি ঘর এর তালিকা পাঠানো হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest