প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য তাহমিনা রুশদির লুনা বলেছেন, ‘গুম নিয়ে কথা বলা কষ্টের। আমার স্বামী ইলিয়াস আলী গুম হয়েছে ১০ বছর হয়ে গেছে। নতুন করে গুম নিয়ে কিছু বলতে চাই না। আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, কোনো লাভ হয়নি।’
তিনি বলেন, ‘শুধু ইলিয়াস আলী বা চৌধুরী আলম নয়, বিএনপির অসংখ্য নেতাকর্মী রাষ্ট্রের বাহিনীর দ্বারা গুম-খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছেন। তাদের উদ্দেশ্য বিএনপিকে নেতৃত্বশূন্য করে ক্ষমতা পাকাপোক্ত করা। তারা সেই লক্ষ্য বাস্তবায়ন করে ক্ষমতায় টিকে আছে।’
শনিবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তাহমিনা রুশদির লুনা বলেন, ‘গুম খুনের শিকার পরিবারগুলো শুধু মানসিকভাবে নয়, আর্থিকভাবেও বিপর্যস্ত। পরিবারের উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে তাদের ব্যাংকে জমানো টাকা, সম্পদ-সম্পত্তি ভোগ করার অধিকার থেকেও বঞ্চিত। এক কথায় সীমাহীন কষ্টে জীবন অতিবাহিত হচ্ছে। সামাজিকভাবেও আমরা হেয়প্রতিপন্ন হচ্ছি।’
সরকারের সমালোচনা করে বিএনপির এ নেত্রী বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো দিবস পালন করা হয়। শুধু গুম দিবস তাদের দৃষ্টিতে নেই। তাদের দৃষ্টিতে গুমের কোনো দিবস নেই, তারা মানে না। কারণ এর সঙ্গে সরকার নিজেই জড়িত। তাই বিভিন্ন মাধ্যমে কথা হলে তারা বিষয়টি এড়িয়ে যান।’
তাহমিনা রুশদির লুনা আরও বলেন, ‘সরকারের দৃষ্টিতে গুম হওয়া ব্যক্তিরা যদি আত্মগোপনে থেকে থাকেন, তাহলে তাদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্বও সরকারের। যতদিন তারা ফিরিয়ে দিতে না পারবেন, ততদিন দায় এড়াতে পারবেন না তারা।’
এসময় খালেদা জিয়ার মুক্তি, বিদেশে চিকিৎসা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest