প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২২
হুমায়ূন কবীর ফরীদি##
ডেপুটি মেয়র জ্যোৎস্না ইসলাম বলেন, আমার জন্মস্থান মৌলভীবাজার হলেও আমি জগন্নাথপুর উপজেলাকে নিয়ে গর্ব করি। কেননা আমি এই উপজেলার পুত্রবধূ। জগন্নাথপুর এর সুনাম ছড়ানো সূর্য সন্তানেরা বহির্বিশ্বে বসবাস করছেন। জগন্নাথপুরবাসী তথা দেশবাসীর কল্যানে কাজ করার পাশা-পাশি আমরা প্রবাসের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে জগন্নাথপুরবাসীর সম্মান সমুন্নত রাখছি। তিনি আরো বলেন, মা ও মাটির ঠানে দেশে বার বার ছুটে আসি। দেশের মানুষের ভালবাসা আমি কখনো ভুলতে পারিনা। সদূর প্রবাসে থেকেও দেশ ও জনগনের কল্যানে কাজ করে যাচ্ছি। উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন সহ নানামূখী পরিকল্পনা রয়েছে আমাদের। প্রয়োজন সহযোগিতা আর সহমর্মিতা। আপনারা সহযোগিতা করবেন এ আমার প্রত্যাশা। আমি সবসময় এই উপজেলার উন্নয়ন নিয়ে চিন্তা করি। কিভাবে উপজেলার সুনাম সার্বিক বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। তিনি আপসোস করে আরো বলেন, কিছু দুষ্ট প্রকৃতির বহিরাগতদের কারনে আমাদের সুনাম নষ্ট হচ্ছে। এদের থেকে সাবধান থাকতে হবে। বিগত কয়েক দিন পূর্বের লোমহর্ষক ঘটনা সহ বিভিন্ন ঘটনায় জগন্নাথপুর তথা ওলি-আউলিয়াদের পূণ্যভূমি সিলেট বিভাগ এর সুনাম ক্ষুন্ন হচ্ছে। আসুন আমরা ওদের থেকে সাবধান থাকি।
যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ভয়েজ অব জগন্নাথপুর এর আয়োজনে ও ইউ’কে বাংলস টিভির সৌজন্যে ৫ ই মার্চ বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর হলরুমে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ভয়েজ অব জগন্নাথপুর এর আহবায়ক জুনায়েদ আহমদ সুন্দর এর সভাপতিত্বে ও জগন্নাথপুর মডেল স্কুলের সহকারী শিক্ষক অনন্ত দেব এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জগন্নাথপুর এর পুত্রবধূ যুক্তরাজ্যের ব্রয়া অব রেডব্রিজের ডেপুটি মেয়র জ্যোস্না ইসলাম উপরোক্ত কথা গুলো বলেছেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোঃ নিজাম উদ্দিন জালালী এবং স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার।
সংবর্ধিত অতিথির মধ্যে আরোও বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের ব্রয়া অব রেডব্রিজের কাউন্সিলর শাম ইসলাম, ইউকের কমিউনিটি নেতা আলহাজ্ব মহিবুর হোসাইন মধু মিয়া, কমিউনিটি নেতা আনসার হায়দার। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট জিয়াউর রহমান শাহিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল ইসলাম শফিক, জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দিলু মিয়া, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক অমিত দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব তালুকদার মকবুল হোসেন, ব্যবসায়ী রফিক উদ্দিন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সহ- সভাপতি আমিনুল ইসলাম, মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল হক নুমান, সাংবাদিক শামসুর রহমান জাবেদ, সাংবাদিক গোলাম সারোয়ার, সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক হুমায়ুন কবির ফরীদি, সাংবাদিক আলী হোসেন খান, সাংবাদিক বিপ্লব দেবনাথ, সংবাদকর্মী মোঃ রনি মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ভয়েজ অফ জগন্নাথপুরের সদস্য, উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন।
শুরুতে অতিথি বৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পরিশেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest