প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২
বিয়ের পর তারকারা কোথায় হানিমুনে যাচ্ছেন, এ নিয়ে ভক্তদের আগ্রহ থাকে। মিমের বিয়ের পরও এ প্রশ্ন ঘুরেফিরে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেই আগ্রহের বিষয়টি মাথায় রেখে যোগাযোগ করা হয় এই অভিনয়শিল্পীর সঙ্গে।
মিম বলেন, সৈকত তাঁর খুবই প্রিয়। তাই বরকে নিয়ে সেখানে কয়েকটা দিন কাটাতে চান। হানিমুনের জন্য তাই তিনি এবং বর বেছে নিয়েছেন মালদ্বীপকে। ১১ জানুয়ারি চার দিনের জন্য মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন। একটি রিসোর্টে নিজেদের মতো এই কয়েকটি দিন কাটাবেন তাঁরা।
কথায় কথায় মিম বলেন, ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই আমাদের হানিমুনের প্রসঙ্গ যখন আসে, তখন দুজন মিলে মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিই।’
তবে মিমদের হানিমুনে যাওয়ার দিনক্ষণ ঠিক হলেও করোনা পরিস্থিতির ওপরও নির্ভর করছে বিষয়টি। কেননা করোনা পরিস্থিতি আরও খারাপ হলে হয়তো এ যাত্রা বাতিল হতে পারে।
মিম বললেন, ‘ছবিতে দেখেছি, পড়েছি নানা জায়গায় মালদ্বীপ সম্পর্কে। সেখানকার সমুদ্রের রং খুবই পরিষ্কার, পানির রং নীল, বালুর রং সাদা। ছোট ছোট দ্বীপগুলো যেন নানান রঙের মাছের অ্যাকুয়ারিয়াম। ট্যুরিস্টদের অশান্ত মনকেও নাকি শান্ত করে দেয়। যাঁরা সমুদ্র পছন্দ করেন, নির্জনতায় হারিয়ে যেতে চান, সমুদ্রে নিজেকে স্নান করাতে চান, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মেতে উঠতে হলে মালদ্বীপই আকর্ষণীয়, প্রিয় ও আদর্শ স্থান বলে মনে হয়। তাই সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সুত্রঃ প্রঃ আ
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest