মেক্সিকোতে ফুটবল মাঠে মারামারিতে ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২২

মেক্সিকোতে ফুটবল মাঠে মারামারিতে ১৭ জনের মৃত্যু

ইউএস বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ

মেক্সিকোর ফুটবল সাক্ষী হলো কালো দিনের। ৫ মার্চ শনিবার দেশটির দুই ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের ম্যাচ দেখতে গিয়ে মারামারিতে জড়ান সমর্থকেরা। এতে অন্তত ১৭ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টসও। লা কোরেগিডোরা স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে মানুষের লাশ পড়ে আছে বলে জানাচ্ছে তারা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে জড়ান দুই দলের সমর্থকেরা। শুরুতে আটলাসের একটা ছোট্ট গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকেরা। একপর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকে পড়ার পরও তারা প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করতে থাকেন। তাদের কারো কারো হাতে ছুরিও দেখা গেছে। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা হাল ছেড়ে দেন।
এরপর একে একে ১৭ জন নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে দায়ী ব্যক্তিদের।

তিনি বলেছেন, ‘লা কোরেগিডোরা স্টেডিয়ামে হওয়া সংঘর্ষ অগ্রহণযোগ্য ও দুর্ভাগ্যজনক। যারা স্টেডিয়ামে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের উদাহরণ দেওয়ার মতো শাস্তি দেওয়া হবে। আমাদের সমর্থক ও খেলোয়াড়দের নিরাপত্তা মূল বিষয়।

এ সংক্রান্ত আরও সংবাদ