প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২
কুলেন্দ শেখর দাস বিশেষ প্রতিনিধিঃ
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯/০৩/২০১৪ হতে ১৪.১২.২০১৫ পর্যন্ত সময়ের প্রাপ্য টাইমস স্কেল মজ্ঞুরী প্রদানের বিষয়ে জন প্রশাসন মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত ০৩/০৬/২০২১ তারিখের ১৮৯ নং পত্রটি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত ১০/১১.২০২১ ইং তারিখে ১১০৫ নং পত্রটি জরুরী ভিত্তিতে কার্যকর করার একদফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ ১০ ই মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সুনামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টাইমস্কেল বঞ্চিত প্রধান শিক্ষকদের আয়োজনে দুই শতাধিক বঞ্চিত প্রধান শিক্ষকগন শহরের পৌর চত্বর থেকে জড়ো হয়ে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভা করেন। পরে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলার বিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজিজুর রহমান তহুর,মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধু রায়,রাজগোবিন্দ স্কুলের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী,ছাতকের কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন,দোয়ারাবাজার উপজেলার প্রধান শিক্ষক মুহিবুর রহমান গোবিন্দ মোহন সরকার,শান্তিগঞ্জের নিখিল চন্দ্র মজুমদার,জগন্নাথপুর উপজেলার মো. আতাহার উদ্দিন,তাহিরপুর উপজেলার নারায়ন চক্রবর্তী,মারফত আলী,গীতশ্রী রায়,পারভীন আক্তার,ইয়াসমিন বেগম,মাহমুদা খাতুন প্রমুখ। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে টাইমস্কেল বঞ্চিত প্রধান শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা বলেন,শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা স্ব স্ব বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করে আসলেও সারাদেশে ৭০ শতাংশ শিক্ষকগন টাইমস্কেলের আওতায় নিয়ে আাস হলেও সারাদেশে ৩০ শতাংশ প্রধান শিক্ষকদের টাইমস্কেল অজ্ঞাত কারণে আটকে রাখা হয়েছে। শিক্ষকরা বলেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টাইমস্কেল বঞ্চিত ৩০ শতাংশ প্রধান শিক্ষকগন টাইমস্কেল প্রদানে একদফা দাবীতে ২০১৫ সাল হতে নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসলেও বঞ্চিত রয়েছেন ঐ সমস্ত প্রধান শিক্ষকরা। তারা আশাবাদি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঞ্চিত শিক্ষকদের দাবী দ্রæত বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest