প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
২০২০ সালের মার্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে মুজিববর্ষ উদযাপনের কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা করা সম্ভব হয়নি। এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানকে নিয়ে একটি কনসার্ট আয়োজনেরও কথা ছিল। স্থগিত হওয়া সেই আয়োজনের মধ্যে এ মাসে শুধু হতে যাচ্ছে কনসার্টটি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপনে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই কনসার্ট হবে।
এতে মুজিববর্ষের থিম সং গেয়ে শোনাবেন এ আর রহমান। তার সঙ্গে বাংলাদেশের শীর্ষ কয়েকজন সংগীত তারকারও থাকছেন এই উৎসবের মঞ্চে।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আমরা কনসার্টটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।
মিরপুরে আগামী ২৯ মার্চ কনসার্টটি হবে। সেই পরিকল্পনাতেই এগোচ্ছি আমরা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest